ইমরান নাজির।
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের পশ্চিম ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম (একশত তিনটি তাস) ও নগদ এক হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মো. ইব্রাহিম (৪২), মো. সামছুদ্দিন (৩৫), মো. নাছির উদ্দিন (৪০), মোঃ আকতার কামাল (২৮), মো. জসিম (৩০), মো. শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), মো. আলমগীর (৫০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।
তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।