ডিসেম্বর ৪, ২০২৪ ৪:৫৬ পূর্বাহ্ণ

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ১৫ লাখ টাকা জব্দ

চট্টগ্রাম নগরের সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের অবৈধ ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নগদ ১৫ লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে আটকদের নাম পরিচয় জানায়নি যৌথবাহিনী।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪–এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পর জব্দ হওয়া মাদকদ্রব্য ও টাকাসহ আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক