ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশ্যে এল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে চার জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং একজন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ছাত্রশিবিরের পক্ষ থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীমের নাম ঘোষণা করা হয়েছিল।

নতুন ১৫ জন হলেন- বাইতুল মাল (অর্থ) ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, ব্যবসায় শিক্ষা সম্পাদক আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহাম্মদ মুজতাহিদ, ছাত্র আন্দোলন সম্পাদক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন, সহ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ এবং সহ স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ।

এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী, ইসহাক ভূঁইয়া, মোনায়েম শরীফ ও মুজাহিদুল ইসলাম। সহ-সমন্বয়ক ছিলেন হাবিবুল্লাহ খালেদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক