ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৩৬ পূর্বাহ্ণ

আদালতের হাজতে নিজের হাত নিজেই কাটলো এক আসামি

মহিউদ্দিন জিকু।

চট্টগ্রাম আদালতের হাজতে নিজেই নিজের হাত কেটেছেন এক আসামি। পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ওই আসামিকে একটি মামলায় নারী ও শিশু ট্রাইব্যুনালে আনা হলে এমন কাণ্ড ঘটান তিনি।
ওই আসামির নাম মো. নয়ন। তিনি নগরের ইপিজেড থানার একটি মামলার আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন।

তিনি বলেন, ‘দুপুরে নয়ন টয়লেটে গিয়ে দেয়ালের টাইলসের ধারালো অংশে নিজের হাত কয়েকবার ঘঁষা দেন। এতে তার হাত কেটে যায়, যা টয়লেটে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

চিকিৎসা শেষে তাকে আদালতের হাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক