ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৩৭ পূর্বাহ্ণ

নেশাগ্রস্থ যুবক মাথা ফাটালো নিরীহ পথচারীর

নুর উদ্দিন মিলন।

ইপিজেডে নেশাগ্রস্ত যুবক মাথা ফাটালো নিরীহ পথচারীর
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় রিপন (৩০) নামে এক মাদকাসক্ত হামলা করে এক পথচারীর মাথা ফাটিয়েছেন। কারণ জানতে চাওয়ায় ওই পথচারীর এক আত্মীয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে রিপনের ছোট ভাই লিমু।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাড়ি মাঠ চত্ব্বরে এ ঘটনা ঘটে। হামলাকারী রিপন এবং লিমু বড়বাড়ি এলাকার ইরনের ছেলে।

আহতরা হলেন—একই এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে মো.. আলমগীর এবং তার ফুফু আমির হামজা (৬৫)। আলমগীর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বড়বাড়ি এলাকার মাঠ প্রাঙ্গণে রিপন নেশাগ্রস্ত হয়ে অতর্কিত হামলা করে পথচারী আমির হামজার ওপর। এতে আমির হামজার মাথা ফেটে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

সন্ধ্যায় ঘটনাটি জানতে পেরে আলমগীর স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে রিপনদের বাসায় হামলার কারণ জানতে যান। এ সময় রিপনের ছোট ভাই লিমু কিরিচ নিয়ে সবাইকে ধাওয়া করে। আলমগীর হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে তাকে কোপায় লিমু।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী সিভয়েস২৪’কে বলেন, ‘যখন লিমু অস্ত্র নিয়ে সবাইকে ধাওয়া করে তখন যে যেভাবে পেরেছে প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালিয়েছে। রিপন এবং লিমুর বাবা ইরনের প্রকাশ কানা ইরন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এ বিষয়ে প্রশাসনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না।

এ বিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে ছোটখাটো একটু ঝামেলা হয়েছে। একজন আহত হয়েছেন।’

মাদকাসক্ত এক ব্যক্তি একজন নিরীহ পথচারীকে আহত করেছে, আর তা নিয়েই ঘটনার সূত্রপাত—এমনটি জানালে তিনি বলেন, ‘আমরা সাথে সাথেই টহল টিম পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক