Cvoice24.com
প্রচ্ছদচট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ)
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ‘ছাত্রলীগ’ নেতা বাতেন গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ২১ নভেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ‘ছাত্রলীগ’ নেতা বাতেন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় মো. ইছমাইল হোসেন বাতেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য।
বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরের চান্দগাঁওয়ের খেয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাতেন চান্দগাঁওয়ের ফরিদা পাড়া জাক্কুর বিল্ডিংয়ের আব্দুল মান্নানের ছেলে। তিনি স্থায়ীভাবে ফেনী জেলার পশুরাম থানার উত্তর গতুমা গ্রামের চৌধুরী পাড়ার বাসিন্দা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে খেয়ারপাড়া এলাকা থেকে মো. ইছমাইল হোসেন বাতেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চান্দগাঁও থানায় গত ১৬ আগস্ট সংঘটিত একটি হত্যা মামলার আসামি।’