চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথা ও তার আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, অভিযানে কাপ্তাই রাস্তার মাথা থেকে আধা কিলোমিটার এলাকায় উচ্ছেদ চালানো হয়েছে।