ডিসেম্বর ৪, ২০২৪ ৭:০৩ পূর্বাহ্ণ

নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট রণক্ষেত্র

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হলের সিট বরাদ্দে আধিপত্য বিস্তারের জের ধরে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান বলে জানা গেছে।

খুলশী থানার উপ-পরিদর্শক মো. ইমাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। আমরা যতদূর জেনেছি, হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি জানালে ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেছেন নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন। তিনি বলেন, ‘চট্টগ্রাম কলেজের মতো করে পলিটেকনিক্যালেও হল দখলের চেষ্টা করছে শিবিরের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের সময় না দিয়ে তারা (শিবির) নিজেরাই হল বরাদ্দ দিচ্ছে প্রশাসনকে জিম্মি করে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়।’

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম উত্তর ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আকাশ বলেন, ‘আগে এক সময় পলিটেকনিক্যালে ছাত্রশিবিরের আধিপত্য থাকলেও এখন আর তা নেই। অবস্থা বিবেচনায় আমাদের সাংগঠনিক কার্যক্রম ওখানে পরিচালিত হয় না। সেখানে মূলত হলের সিট বরাদ্দ করতে গেলে ছাত্রদল ও স্থানীয় টোকাইরা এসে বাধা দেয়। এক পর্যায়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক