চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার কাঠ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছে। প্রাণনাশের হুমকি দিয়েছে। আমাদের ব্যাবসা প্রতিষ্ঠান দখল করে তারা দিনরাত আড্ডা দিচ্ছে। কর্মচারীদের বের করে দিচ্ছে প্রতিষ্ঠান থেকে।
এসব বিষয়ে পাঁচলাইশ থানায় অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।