ইমরান নাজির।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পিস্তল ও ম্যাগাজিন, সঙ্গে ৭ রাউন্ড গুলিসহ তিন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে তথ্যটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন— মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) ও মুইচিং মারমা (২৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার পরে অভিযান চালিয়ে টেকবাজার এলাকার শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪ নম্বর কক্ষ থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৭ দশমিক ৬৫ মিলিমিটারের (এমএম) একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন-যোগ করেন তিনি।