দলের কঠোর নিষেধ থাকার পরও মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার সাকিলা ফারজানা। শুক্রবার শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেয়াফত অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই বহরের একটি ভিডিও প্রচারও করা হয়েছে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।
ব্যারিস্টার সাকিলা ফারজানা বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।
nagad
nagad
৫ আগস্ট সরকার পতনের পরে বিভিন্ন স্থানে দলের শীর্ষ নেতাদের আগমন, দলীয় সভা-সমাবেশ ঘিরে মোটরসাইকেল শোভাযাত্রা, যত্রতত্র ব্যানার-ফেস্টুন ব্যাপকহারে চোখে পড়ে কেন্দ্রীয় বিএনপির। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছিল ওই সময়। এর পর পরই মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন না করতে এবং ব্যানার-ফেস্টুন না সাঁটাতে কঠোর নির্দেশনা দেয় কেন্দ্র।
সবশেষ জনদুর্ভোগের কথা তুলে ধরে ৯ সেপ্টেম্বর আবারো মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহনের বহর পরিহার, ব্যানার-ফেস্টুন না সাঁটাতে কেন্দ্রসহ তৃণমূল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছিল বিএনপির শীর্ষ নেতৃত্ব। এর পরও গেল কয়েকমাসে এসব ‘অপরাধ’ করেছেন দলটির অনেকে। এতে বেশ কয়েকজনকে সাময়িক বহিস্কারও করা হয়েছে দল থেকে।
KSRM
KSRM
মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন প্রসঙ্গে কথা বলতে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাকিলা ফারজানার সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হয়। কিন্তু তিনি সাড়া দেননি। তবে তার ভেরিফায়েড ফেসুবক অ্যাকাউন্টে মোটরসাইকেল বহরের ওই ভিডিও পোস্টে তিনি লিখেছেন, ‘শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের গহিরায় জেয়াফত অনুষ্ঠানে…। আজ (শুক্রবার) রাজাকার শব্দটির বাহক হাসিনা স্বৈরাচারিনী। আর সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্থান বীর চট্টলার মানুষের হৃদয়ের মণিকোঠায়। আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এ বিষয়ে কথা বলতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন চৌধুরীকে ফোন করা হয়। দুজনই সাড়া দেননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।