রাজধানীর বঙ্গবাজারে প্রায় দেড় বছর আগে আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের নামে মামলা হয়েছে।
শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনছুর।