চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে মো. কামাল নামে ৭০ বছর বয়সী এক ব্যক্তি। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চারিয়া বোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল আহমেদ মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম আমির হোসেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওসার মোহাম্মদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।