ডিসেম্বর ৪, ২০২৪ ৫:১০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার সেই আওয়ামীলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত মো. দেলোয়ার হোসেন মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ১৮ নভেম্বর রাতে সাতকানিয়ার দক্ষিণ চরতি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত তিনি দেলোয়ার হোসেন।

নিহত দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইমন বলেন, ‘আমার বাবা আহত হওয়ার পর প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিইউর সংকট থাকায় নগরের বেসরকারি হাসপাতাল ট্রিটমেন্টের আইসিইউতে নেয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পুনরায় বাবাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ (সোমবার) বিকাল ৪টার দিকে বাবা মারা যান।’

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন নিহত দেলোয়ার হোসেন। এরপর কিছু দুর্বৃত্ত মোবাইলে ফোন করে তাকে হুমকি-ধমকি ও মেরে ফেলার ভয় দেখান। এর জের ধরে গত ১৮ নভেম্বর রাতে বাড়ির সামনে থেকে ১০-১২ জনের মুখোশপরা একদল দুর্বৃত্ত কিছু বুঝে ওঠার আগেই তাকে বুকসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশাযোগে তুলে নিয়ে দক্ষিণ চরতির পার্শ্ববর্তী আমিলাইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের মসজিদ এলাকায় নিয়ে যায়। পরে সেখানে আবারও আঘাত করে মৃত ভেবে সড়কে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের ট্রিটমেন্ট নামে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল খান বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আহত দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক