ডিসেম্বর ৪, ২০২৪ ৫:৪০ পূর্বাহ্ণ

হাজতখানায় এক আসামীকে অন্য আসামীর লাথি

চট্টগ্রাম আদালতের হাজতখানায় এক আসামি আরেক আসামিকে লাথি মারতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। আহত ওই আসামিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানার ভিন্ন দুই মামলায় তাদেরকে মেট্রো হাজতে আনা হলে এ ঘটনা ঘটে।

লাথি মারতে গিয়ে আঘাতপ্রাপ্ত আসামির নাম মো. রানা (২৬)। তিনি নগরের কোতোয়ালী থানার সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি। আর যিনি হামলার শিকার হয়েছেন তার নাম মো. জয়নাল (২০)। তিনি একই থানার চাঁদাবাজির মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, ‘হাজতে অনেক মামলার আসামি তো একসাথে থাকে। হাজতের জানালা দিয়ে আসামি জয়নাল তার পরিবারের সাথে কথা বলতে চেষ্টা করছিলো। তখন আরেক আসামি রানার গায়ে লাগায় সে বিরক্ত হয়। জয়নালকে নিষেধ করায় সেও ক্ষুব্ধ হয়। একপর্যায়ে রানা জয়নালকে লাথি মারে। কিন্তু জয়নাল সরে যাওয়ায় লাথি গিয়ে অন্য জায়গায় লেগেছে। যার ফলে রানার বাঁ পায়ের আঙুলে আঘাত পেয়েছে।’

তিনি বলেন, ‘আহত আসামি রানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে আসা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

সাম্প্রতিক