এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তির বিষয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাউদার্নসহ ৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সতর্ক হতে বলে ইউজিসি।
ইউজিসি বলছে, ভর্তি হয়ে প্রতারিত হলে এবং পরে কোনো আইনগত সমস্যা সৃষ্টি হলে তার দায় ইউজিসি নেবে না।
চট্টগ্রামের বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ে সনদ বাণিজ্য, অনিয়মের প্রতিবাদ করায় ভিসিকে অব্যাহতিসহ অসংখ্য অভিযোগ দীর্ঘ বছর ধরে।