নিউজ ডেস্ক।
সাংবাদিক মুন্নী সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে কাওরান বাজার এলাকায় তাকে ঘেরাও করেন স্থানীয় লোকজন। পরে পুলিশের এসে মুন্নী সাহাকে তেজগাঁও থানায় নিয়ে যায়।
এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ডিবি পুলিশ সাংবাদিকদের জানান, তিনি প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তে রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তার নামে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে, তাদের মধ্যে মুন্নী সাহা একজন। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কয়েকজন কর্মকর্তাদের আসামি করা হয়।
প্রসঙ্গত, ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক মুন্নী সাহা। এর আগে তিনি এটিএন নিউজ, একুশে টিভি ও ভোরের কাগজ পত্রিকায় কর্মরত ছিলেন।