চট্টগ্রামের দুটি পাসপোর্ট অফিসে বিগত এক মাসে দুই কর্মকর্তাসহ ১২ জনকে বদলি করা হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ছয়টি পৃথক আদেশে এই রদবদল করা হয়েছে। এতে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং চান্দগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বদলি আতঙ্ক বিরাজ করছে। বদলিকৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতর্কিত কয়েকজনও আছেন। যাদের বিরুদ্ধে নিয়মিত সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ছিল। গত ছয়মাসের মধ্যে চট্টগ্রাম পাসপোর্ট অফিসে এটিই বড়ধরনের রদবদল। তবে এখনও দালালদের সাথে সখ্যতা আছে এমন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী পাসপোর্ট অফিসের বহাল তবিয়তে আছেন।
হঠাৎ এমন রদবদলের বিষয়ে মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আবু সাঈদের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোনে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি। তবে পাসপোর্ট অফিসের দুইজন কর্মচারীর সাথে আলাপ হলে তারা বলেন, বদলি হওয়া কর্মচারীদের মধ্যে বেশিরভাগকেই নিয়মিত বদলি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের সাথে দুর্ব্যবহার ও দালালদের সাথে সখ্যতার অভিযোগ ছিল।সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর চান্দগাঁও আঞ্চলিক অফিসের উপপরিচালক মাসুম হাসানকে বদলি করা হয়। তার জায়গায় চান্দগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. তারিক সালমান। গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক খন্দকার কাজল হোসেনকে সরিয়ে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সুপারিনটেনডেন্ট প্রধান কার্যালয়ে সংযুক্ত থাকা এস.এম জাকির হোসেনকে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একইদিনে আরেকটি আদেশে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সুপারিনটেনডেন্ট মো. শরিফুল ইসলামকে একই অফিসে পদায়ন করা হয়। আরেক সুপারিটেনডেন্ট মো. ইয়াহিয়া খানকে প্রদান কার্যালয়ে বদলি করা হয়েছে। চান্দগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. মোস্তাগীর আলমকে ঢাকার পার্সোনালাইজেশন সেন্টারে বদলি করা হয়েছে। যাত্রাবাদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মস্থল থাকলেও এতদিন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সংযুক্ত ছিলেন সুপারিনটেনডেন্ট জান্নাতুল মাওয়া। তাকে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসে কর্মস্থল থাকলেও ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত ছিলেন সুপারিনটেনডেন্ট মাসুদা আল আছমাউল। তাকে কুমিল্লা পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। ঢাকা প্রধান কার্যালয়ে কর্মস্থল থাকলেও চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত থাকা শাকিলা আক্তারকে লক্ষীপুরে বদলি করা হয়েছে। তবে তাকে পূর্বের কর্মস্থল চান্দগাঁও পাসপোর্ট অফিসে পুনরায় সংযুক্ত করা হয়েছে।